আঃ রহিম রংপুর প্রতিনিধিঃ
ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে রংপুর সদর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন । বুধবার (১৪ আগস্ট) দুপুরে রংপুর সদর উপজেলার পাগলাপীর বাজারে অবস্থান কর্মসূচী পালিত হয়। এর আগে পাগলাপীর বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোলচত্তর গিয়ে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন রংপুর সদর উপজেলার বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ মোঃ মাসুদ রানা, রংপুর সদর উপজেলার যুবদলের আহবায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন, রংপুর সদর উপজেলার বিএনপির সদস্য সচিব মোঃ আজারুল ইসলাম, রংপুর সদর উপজেলার যুবদলের সদস্য সচিব শ্রাবন হোসেন, রংপুর সদর উপজেলার কৃষকদলের সদস্য সচিব মোঃ বুলু আজাদ, রংপুর সদর উপজেলার তাঁতিদলের আহবায়ক মোঃ মতিউর, রংপুর সদর উপজেলার সেচ্ছাসেবকদলের সদস্য সচিব মোঃ রাকিব।
এসময় বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন রংপুর সদর উপজেলার বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আমজাদ হোসেন, হরিদেবপুর ইউনিয়নের বিএনপির সভাপতি মোঃ সামচুল, রংপুর সদর উপজেলার যুবদলের যুগ্ম আহবায়ক ফিরোজ কবির, বিএনপির নেতা মোঃ সৈয়দ রাসেল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রংপুর জেলা আহ্বায়ক কমিটি সদস্য মোঃ মৃদুল ইসলাম শামীম, রংপুর সদর উপজেলার বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ সুরুজ, হরিদেবপুর ইউনিয়নের সেচ্ছাসেবকদলের সভাপতি মোঃ সুমন, খলেয়া ইউনিয়নের ছাত্রদলের সভাপতি মোঃ মিলন মিয়া, হরিদেবপুর ইউনিয়নের তাঁতিদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সেকেন, খলেয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কাওছার, মমিনপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ সাহেব আলী , মমিনপুর ইউনিয়ন যুবদলের নেতা আরিফুল ইসলাম রাজন সহ রংপুর সদর উপজেলার বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠন নেতাকর্মীর উপস্থিত ছিলেন।
সমাবেশ থেকে বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাধারণ শিক্ষার্থীদের হত্যার নির্দেশ দাতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে দেশ বিরোধী নানা অপরাধমূলক ষড়যন্ত্র করছে ও সাম্প্রদায়িক দাঙ্গার নির্দেশ দিচ্ছে এবং অরাজকতা সৃষ্টি করছে।
আবারো দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরির পায়তারা করছে। ছাত্ররা যে ত্যাগের মাধ্যমে দেশকে জুলুমবাজ, গুমের রাজা, খুনী সরকারকে বিতারিত করেছে। সেই ত্যাগকে শক্তি হিসেবে নিয়ে আমরা দেশকে রক্ষায় মাঠে আছি।
কেউ দেশকে নিয়ে কোন ধরণের ষড়যন্ত্র করার চেষ্টা করলে, দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে তাদের। এসময় বক্তারা অতিদ্রুত খুনি হাসিনাকে দেশে এনে বিচারের দাবি জানান অন্তর্বতীকালিন সরকারের প্রতি। এদিকে বিএনপির নেতারা বলেন ১৫ তারিখে অবস্থান কর্মসূচী রয়েছে।
সম্পাদক
: মোঃ সোহেল
নির্বাহী
সম্পাদক : মোঃ নুরুন্নবী
বার্তা
সম্পাদক : মোঃ জহিরুল ইসলাম
ঠিকানাঃ
সেক্টর ১০,উওরা, ঢাকা ১২৩০
Email
: newsbangla029@gmail.com