আঃ রহিম (রংপুর প্রতিনিধি)
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উৎযাপন উপলক্ষ্যে, ২নং হরিদেবপুর ইউনিয়ন ও রংপুর সদর উপজেলার সকল শারদীয় দুর্গাপূজার, বিভিন্ন পূজামণ্ডপ রাতভর পরিদর্শন করেন ২নং হরিদেবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও রংপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব মোঃ ইকবাল হোসেন।
গতকাল রংপুর সদর উপজেলার শারদীয় দুর্গাপূজা ২০২৪ উপলক্ষ্যে, ২নং হরিদেবপুর ইউনিয়নের পাগলাপীর আলোয়াকুড়ি পূজা মন্ডব, পাগলাপীর পল্লী বিদ্যুৎ সংলগ্ন পূজা মন্ডব, হরকলি বরন্তর পূজা মন্ডব, রতিরামপুর পশ্চিম হিন্দুপাড়া মন্ডব, রতিরামপুর বৈরাগী পাড়া মন্ডব, হরিসভা মন্ডব, শ্রী শ্রী রাধা কৃষ্ণ হরিদেবপুর মন্ডব, বিশ্বনাথপুর ঠাকুরপাড়া মন্ডব, বাড়াইপাড়া মন্ডব, দক্ষিণ হরিদেবপুর মাঝিপাড়া মন্ডব সহ সদরের সকল বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও পূজা কমিটি সভাপতি / সম্পাদক দের সাথে কুশল বিনিময় করেন রংপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব মোঃ ইকবাল হোসেন।
শুভেচ্ছা বক্তব্যে উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব মোঃ ইকবাল হোসেন জানান, বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ একসঙ্গে উৎসব পালন করার সংস্কৃতি দেখে সত্যিই আমি খুব মুগ্ধ হয়েছি। তিনি আরো বলেন আমি আপনাদের সেবক হিসাবে পাশে ছিলাম, আছি এবং সবসময় থাকবো।
সম্পাদক
: মোঃ সোহেল
নির্বাহী
সম্পাদক : মোঃ নুরুন্নবী
বার্তা
সম্পাদক : মোঃ জহিরুল ইসলাম
ঠিকানাঃ
সেক্টর ১০,উওরা, ঢাকা ১২৩০
Email
: newsbangla029@gmail.com