আল-আমিন সরকার,ধনবাড়ী,টাংগাইল,প্রতিনিধিঃ
টাংগাইলের ধনবাড়ীতে উপজেলা,পৌর ও সকল ওঅংগসহযোগি সংগঠনের উদ্দ্যেগে শান্তি,বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।এ সময় উপজেলার বিভিন্ম ইউনিয়ন ও পৌর বিভিন্ম ওয়ার্ড থেকে মিছিলে লোক এসে সরকারি কলেজ মাঠে এক হয়। বিশেষ করে ধোপাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টু তত্বাবধানে বিশাল এক মিছিল আসে।
উক্ত মিছিলে উপস্তিত ছিলেন ধনবাড়ী গন মানুষের নেতা সকলের আস্হাভাজন ,ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি সংগ্রামী জননেতা,এম আজিজুর রহমান । এসময় আরো উপস্তিত ছিলেন উপজেলা বিএনপির সংগ্রামী সহ সভাপতি সকলের জনপ্রিয় জননন্তিত জননেতা হাফেজ মোঃ খাইরুলইসলাম ,সাধারন সম্পাদক এনামুল হক ভিপি, ,উপস্তিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক সকলের প্রাণপ্রিয় সৎ নিষ্ঠাভান নেতা জাহিদুল ইসলাম মহব্বত । ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস,এম ছোবহান।
আরো উপস্তিত ছিলেন ধনবাড়ী পৌর বিএনপির
সংগ্রামী সাধারন সম্পাদক রাজপথের লড়াকু সৈনিক নির্যাতিত নিপেরিত জনপ্রিয় জননেতা মোঃরফিকুল ইসলাম স্বপন। উপজেলা যুবদলের সিঃ যুগ্ন আহবায়ক মোঃ শাহরিয়ার সুমন, সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক
রাশিদুল হাসান প্লাবন, উপজেলা যুবদল নেতা জাহিদুল করিম মিল্টন, উপজেলা ছাত্রদল নেতা মোঃসাইফুল ইসলাম সজিব,সহ সকল অংগসহযোগি সংগঠনের নেতা গন উপস্তিত ছিলেন।
উক্ত মিছিলে হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়। মিছিল টি বাজারের বিভিন্ম রাস্তা প্রদক্ষিন শেষে বাসস্ট্যান্ট চত্বরে এসে উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতির বক্তব্যের মাধ্যমে সমাপ্তি ঘোষনা করা হয়।
সম্পাদক
: মোঃ সোহেল
নির্বাহী
সম্পাদক : মোঃ নুরুন্নবী
বার্তা
সম্পাদক : মোঃ জহিরুল ইসলাম
ঠিকানাঃ
সেক্টর ১০,উওরা, ঢাকা ১২৩০
Email
: newsbangla029@gmail.com