শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া (পটুয়াখালী জেলা প্রতিনিধি)
পটুয়াখালী জেলা গলাচিপা উপজেলা উলানিয়া, বিভিন্ন সশস্ত্র সংগঠনের চাঁদাবাজীর কারনে অতিষ্ঠ ব্যাবসায়ী থেকে শুরু করে সাধারন জনগন। জনসাধারনের প্রশ্ন, অন্যান্য এলাকার মতো অন্তর্বর্তীকালীন সরকার কি পারবে পটুয়াখালী জেলার শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে ?
খোজ নিয়ে জানা গেছে ০১৬২৮৪৬৩৭৪৪ এই নাম্বার থেকে এক হিন্দু পরিবারের কাছে মোবাইলে কল দিয়ে ৫০ হাজার টাকা চাওয়া হচ্ছে।
এছাড়াও সাধারন ব্যাবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, পণ্য বোঝাই প্রতিটি গাড়িকে সশস্ত্র সংগঠনগুলোর কাছ থেকে মোটা অঙ্ক দিয়ে বাৎসরিক টোকেন করতে হয়। আর সে অঙ্ক ছয়টি সংগঠন মিলিয়ে এক লক্ষ বা তার চেয়েও বেশি। আর কেউ যদি টোকেন করতে অপারগতা প্রকাশ করে তাহলে তার ভাগ্যে মিলে হয়তোবা অপহরন অথবা গাড়ি পুড়িয়ে সর্বস্বান্ত করা। তাছাড়া ও প্রতিটি কৃষকের কাছ থেকে বাৎসরিক চাঁদা আদায় করা হয়, আর যদি না দেয় তাহলে গাছ কেটে দেয়, অথবা বাগান পুড়িয়ে দেয়।
শুধু এখানেই শেষ নয়, প্রতিটি গাড়ির টোকেন থাকা সত্যেও তাদেরকে আবার পরিশোধ করতে হয় রয়েলটি নামক চাঁদাবাজি, প্রতিটি গাড়ি এক হাজার টাকা। এমন কি চাঁদা আদায়ে প্রতিটি বাজারে রয়েছে তাদের অফিসও। সম্প্রতি আওয়ামীলীগ সরকার পতনের পরদিন অর্থাৎ মঙ্গলবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভাংচুর করা হয় ইউপিডিএফ (গনতন্ত্রের) অফিস, ইউপিডিএফ (সংস্কার) এর অফিস,
গলাচিপা উপজেলা সুশীল সমাজ থেকে আপামর জনতার একটিই চাওয়া, বর্তমান সরকার সকল সশস্ত্র সন্ত্রাসী চাঁদাবাজদের কঠোর হস্তে দমন করে এলাকার শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবে এই প্রত্যাশায় এলাকার সাধারণ জনগণ।