আঃ রহিম রংপুর প্রতিনিধিঃ
ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল গায়ে যদি থাকে বল পায়ে লাগাও ফুটবল ও মোবাইল ফোনে অনলাইন গেমস ছেড়ে মাঠে চল এই প্রতিপাদ্য স্লোগান সামনে রেখে এবং মাদকমুক্ত সমাজে গড়ার প্রত্যয়ে জমকালো অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো রংপুর সদর উপজেলার , ৪ নং সদ্যপুস্করিনী ইউনিয়নের সদ্যপুস্করিনী কুন্ডি যুব সংঘ কতৃক আয়োজিত ফুটবল টুর্ণামেন্টে অনুষ্ঠিত ।
গতকাল সদ্যপুস্করিনী ঐতিহ্যবাহী কালিবাড়ি ডাক্তার খানার মাঠে ফুটবল টুর্ণামেন্টে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন রংপুর কোতয়ালী সদর থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মোঃ নাহিদ হোসেন, সদ্যপুস্করিনী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাকির হোসেন সহ স্থানীয় বিশিষ্ট জনরা।
পুলিশ পরিদর্শক ( তদন্ত) নাহিদ হোসেন বলেন সবাইকে মাদক, জুয়া, অনলাইন গেম থেকে দুরে থাকতে হবে , নিয়িমিত পড়ালেখা করতে হবে ও পাশাপাশি মাঠে খেলাধুলা করতে হবে।
সম্পাদক
: মোঃ সোহেল
নির্বাহী
সম্পাদক : মোঃ নুরুন্নবী
বার্তা
সম্পাদক : মোঃ জহিরুল ইসলাম
ঠিকানাঃ
সেক্টর ১০,উওরা, ঢাকা ১২৩০
Email
: newsbangla029@gmail.com