আঃ রহিম রংপুর প্রতিনিধিঃ
রংপুর জেলা প্রশাসক, এর নির্দেশে রংপুর সদর উপজেলার শীতার্ত ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ।
গতকাল রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম রাতের আঁধারে পথচারী, ভ্যান চালক, রিক্স চালক ও ,অসহায় দুঃস্থদের মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। রংপুর সদর উপজেলা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন প্রচন্ড শীতে চরম বিপাকে পড়েছেন রংপুর সদর উপজেলার গরিব-অসহায় শীতার্ত মানুষ। এই শীতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন সমাজের ছিন্নমূল পর্যায়ের মানুষেরা।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মাঝে রংপুর জেলা প্রশাসক, এর নির্দেশে রাতের আঁধারে কম্বল নিয়ে হাজির হচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম।