আঃ রহিম (রংপুর প্রতিনিধি)
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উৎযাপন উপলক্ষ্যে, রংপুর সদর উপজেলার শারদীয় দুর্গাপূজা রাতভর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন, রংপুর রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপার। গতকাল রংপুর সদর উপজেলার শারদীয় দুর্গাপূজা ২০২৪ উপলক্ষ্যে রাতভর কোতয়ালি সদর থানা এলাকায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন রংপুর রেঞ্জ ডিআইজি জনাব আমিনুল ইসলাম ও রংপুর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফ উদ্দিন।
পরিদর্শনকালে ডিআইজি ও পুলিশ সুপার মণ্ডপে মণ্ডপে উপস্থিত হয়ে পূজা কমিটি সভাপতি / সম্পাদক ও পূজা মণ্ডপের নিরাপত্তার দ্বায়িত্বে থাকা পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবীদের সাথে কথা বলেন। শুভেচ্ছা বক্তব্যে রংপুর রেঞ্জ ডিআইজি জনাব আমিনুল ইসলাম জানান, বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ একসঙ্গে উৎসব পালন করার সংস্কৃতি দেখে সত্যিই আমি খুব মুগ্ধ হয়েছি।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর কোতয়ালি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) অলিভ মাহমুদ ও পূজা কমিটি সদস্য সহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিক আঃ রহিম, আঃ কাহার সিদ্দিক ও আসাদুজ্জামান টিটু।