সদরপুর ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুরে ভাষান চর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ গোলাম কাউছার এর ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে তিন সাংবাদিক হামলা শিরোনামে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ইউপি চেয়ারম্যান।
গতকাল বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ সভা কক্ষে এই সংবাদ সম্মেলনের অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে গোলাম কাউছার তার লিখিত বক্তব্যে সাংবাদিকদের বলেন গত ১৫ জুলাই সোমবার আমাকে নিয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া একটি মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করেন। তিনি আরও জানান, আমি স্থানীয় সরকার বিভাগসহ সরকারের ইউনিয়ন ভিত্তিক নানামুখী উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য ইউ,পি সদস্যদের নিয়ে উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছি।
ইউনিয়ন পরিষদে নির্বাচিত ইউ,পি সদস্যগণ বিভিন্ন সময়ে ভিত্তিহীন বিরোধের সৃষ্টি করে। কিন্তু ইউ,পি সদস্যগণ সরকারের নানামুখী উন্নয়ন প্রকল্প এর টাকা কাজ না করে সেই অর্থ তারা আমাকে জোরপূর্বক দিতে বলে যাহা আইনত অগ্রহনীয় এবং অপরাধের সামিল। আমি তাদের নানা ধরনের সরকারি বিধি বর্হিভূত কাজ না করার কারনে দাপ্তরিক অধিদপ্তরে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্যে প্রনোদিত ভাবে ইউ,পি সচিবের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছেন। পাশাপাশি তাদের স্বার্থ উদ্ধারের জন্য আমার ও ইউ,পি সচিবের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে যাচ্ছেন।
আমাকে সামাজিকভাবে ও আমার ইউ,পি সচিবের চাকুরীর পেশাকে কলুষিত করার জন্য অসৌজন্য আচরণসহ ভিত্তিহীন অভিযোগ দায়ের করেছেন। যার কারনে আমি ইউনিয়নের জনসাধারণ কে সরকারি সেবা প্রদানে সমস্যার সম্মুখীন হচ্ছি। গত ১৫/০৭/২০২৪ইং তারিখে আনুমানিক সকাল ১১.৩০ ঘটিকার দিকে আমার ইউ.পি কার্যালয়ে কয়েকজন গনমাধ্যমকর্মী প্রবেশ করেন। আমি তাদের পরিচয় জানতে চাইলে তারা আমাকে সাংবাদিক পরিচয় দেয়। কিন্তু তারা পূর্ব থেকেই আমার অফিসের ইউ.পি সচিবের এবং আমার ভিডিও করতে থাকেন। আমাকে তাদের ক্যামেরা ও মোবাইল এর সামনে সাক্ষাৎকার দিতে বলেন।
আমি তাদের কে জানাই আমার কোনো বক্তব্য নিতে হলে আমার উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। যেহেতু উক্ত ৮(আট জন) ইউ.পি সদস্যদের আনিত অভিযোগের পরিপ্রেক্ষিতে উপ-পরিচালক, ফরিদপুর মহোদয় ইউ,পি কার্যালয়ে এসে র্দীঘ সময় নিয়ে ১২(বার জন) ইউ,পি সদস্যদের উপস্থিতিতে উভয়ের মধ্যে ইউনিয়ন পরিষদ ম্যানুয়াল এর দিক নির্দেশনার আলোকে সমোঝোতা করে দিয়ে যান। তারপর ও গণ মাধ্যম কর্মীরা বারং বার উক্ত অভিযোগের বিষয়ে আমার অজানতে ভিডিও করে তারা অফিস কক্ষের বাহিরে চলে যান। পরবর্তীতে গন মাধ্যম কর্মী দুই গ্রুপের সাথে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে আমি ও ইউ,পি সদস্যগণ এবং স্থানীয় লোকজনের উপস্থিতিতে উভয়ের মধ্যে মিমাংসা করে দেই। কিন্তু আমার ও ইউ,পি সচিবের বিরুদ্ধে তারা বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রচার করে যাচ্ছে যাহা ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রনোদিত।
আমি আপনাদের নিকট অনুরোধ জানাবো আমার ও ইউ,পি সচিবের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তাহা সঠিক ভাবে চিহ্নিত করে সংবাদ পরিবেশন করুন। এমতাবস্থায় গন মাধ্যম কর্মীদের মনগড়া এবং স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সংবাদ পরিবেশনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন।
সম্পাদক
: মোঃ সোহেল
নির্বাহী
সম্পাদক : মোঃ নুরুন্নবী
বার্তা
সম্পাদক : মোঃ জহিরুল ইসলাম
ঠিকানাঃ
সেক্টর ১০,উওরা, ঢাকা ১২৩০
Email
: newsbangla029@gmail.com