সুমাইয়া মোস্তাকিম স্টাফ রিপোর্টার বগুড়াঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কৃষকরা সরকারি নির্ধারিত মূল্যে সার ও বীজ আলু না পাওয়ার অভিযোগ তুলেছেন। সরকার থেকে নির্ধারিত দামে সার ও বীজ আলু সরবরাহের কথা থাকলেও বাস্তবে তা কৃষকদের হাতে পৌঁছাচ্ছে না।
অভিযোগ উঠেছে, একটি শক্তিশালী সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করছে, যা সাধারণ কৃষকদের ন্যায্যমূল্যে পণ্য কেনার সুযোগ থেকে বঞ্চিত করছে।
কৃষকরা জানান, “আমাদের ফসলের মৌসুম শুরু হতে যাচ্ছে, অথচ আমরা প্রয়োজনীয় সার ও বীজ আলু পাচ্ছি না। বাজারে যেসব দোকানে সরবরাহ আছে, সেখানেও দাম অনেক বেশি। এটা নিয়ে কারো কোনো মাথাব্যথা নেই।”
স্থানীয় কৃষি বিভাগ এ বিষয়ে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন অনেকে। সিন্ডিকেটের কারণে কৃষকদের মৌসুমি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
এক কৃষক হতাশা প্রকাশ করে বলেন, “এভাবে চললে আমাদের বাঁচা মুশকিল। সিন্ডিকেট ভাঙার জন্য প্রশাসন কী করছে? আমরা জানতে চাই।”
কৃষকদের দাবি, দ্রুত সিন্ডিকেট ভেঙে সুষ্ঠুভাবে সার ও বীজ আলু সরবরাহ নিশ্চিত করতে হবে। তা না হলে চাষাবাদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে।