সুমাইয়া মোস্তাকিম (বগুরা জেলা প্রতিনিধি)
বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা মোঃ নাজমুল হাসান নয়ন (১৯) এসএসসি, কলেজে যাওয়ার পথে তার দশম শ্রেনির সার্টিফিকেট হারিয়ে ফেলেন। বর্নিত সার্টিফিকেট কিচক বাজার থেকে শিবগঞ্জ শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার পথে অজান্তেই কোথাও পরে যায়। পরবর্তীতে, পুলিশ কনস্টেবল পদে চাকুরির জন্য সার্কুলার ছারলে, তার সার্টিফিকেট এর প্রয়োজন হয়। তাই তিনি থানায় একটি জিডি করেন সার্টিফিকেটটি উদ্ধার এর জন্য।
যেখানে তিনি বলেন, রোজ শুক্রবার (২৭ সে সেপ্টেম্বর) সকাল ১০:৩০ হতে ১১ টার মধ্যে শিবগঞ্জ থানাধীন, কিচক ইউনিয়ন থেকে তার নিজ শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার পথে সার্টিফিকেটটি হারিয়ে ফেলেন। অনেক খোজাখুজির পরেও তিনি সার্টিফিকেট না পেয়ে খোজাখুজি অব্যাহত রাখেন এবং বিভিন্ন যায়গার হারানো বিজ্ঞপ্তি লিখে নিজের তথ্য দেন। যাতে করে কেও উক্ত সার্টিফিকেট পেয়ে থাকলে তাকে ফেরত দিতে পারে।
উক্ত জিডিতে নিম্নে দেওয়া তথ্যগুলো তিনি দেন,
নামঃ নাজমুল হাসান নয়ন (১৯)
পিতাঃ আবু তাহের
মাতাঃ মোছাঃ নুরজাহান বিবি
জাতীয় পরিচয় পত্রের নং ৫১১৮২৭২৪৩২
ঠিকানা স্থায়ীঃ গ্রাম কাঠগড়া ইউনিয়ন /ওয়ার্ড আটমুল থানা শিবগঞ্জ জেলা বগুড়া ও ঠিকানা বর্তমান গ্রাম /ইউনিয়ন /ওয়ার্ড আটমুল, থানা শিবগঞ্জ, জেলা বগুড়া।
মোবাইল নাম্বারঃ ০১৭১০৪৬১০০৪
সম্পাদক
: মোঃ সোহেল
নির্বাহী
সম্পাদক : মোঃ নুরুন্নবী
বার্তা
সম্পাদক : মোঃ জহিরুল ইসলাম
ঠিকানাঃ
সেক্টর ১০,উওরা, ঢাকা ১২৩০
Email
: newsbangla029@gmail.com