আমার মনের কিছু অব্যক্ত কথা….. স্বরচিত কবিতা,
” শিক্ষক “
✍️সামসাদ ময়না
আমরা শিক্ষক, সমাজের অবহেলিত মানুষ,
শুধু শোষিত, নিষ্পেষিত আর নিপিড়ীত!
আমরা শুধু দিয়েই যাব,চাইতে কিছু মানা!
বিনিময় কিছু চাইলে, উত্তর শুধু না! না! না!
আমরা নাকি মানুষ গড়ার কারিগর,আমাদের কাজ গড়ে তোলা!
কেন করবো আন্দোলন, কেন চাইবো আমাদের ন্যায্য অধিকার?
আমরা গড়বো বড় বড় আমলা, জজ ব্যারিস্টার !
আমরা শিক্ষক কামলা হলাম, পাইনি সম্মান মোটে,
পেয়েছি শুধু আঘাত আর বঞ্চনাও বটে!
কেউবা ডাকে মাস্টার মশাই, কেউবা আবার স্যার।
বলে সবাই সুখের চাকরি, বেতন পাই ঢের!
মাসকভারী কিনতে গেলে তখনই পাই টের!
নিত্যপণ্যের বাজার কিনতে কখনো হিমসিম।
এই নিয়ে চলছে জীবন, হিসেব সীমাহীন!
দেবো দেবো বলে কথা দেয় শুধু, দেয়নি আজও কিছু!
প্রহসন, বিদ্রুপ, হাসি- ঠাট্টা আজও ছাড়েনি পিছু!
শিক্ষকতা মহান পেশা হৃদয়ে লালন করে,
তবুও বেঁচে আছি আমরা, তোমাদের মানুষ করবো বলে।