শহিদুল্লাহ্ আল আজাদ. রূপসা ( খুলনা) প্রতিনিধিঃ
খুলনা জেলায় রূপসা উপজেলা পরিষদ নির্বাচন ৫জুন সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত চলে। এ দিকে ৪র্থ ধাপে দেশের বিভিন্ন উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এদিকে খুলনা জেলায় রূপসা উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন, রূপসা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব (দোয়াত কলম)৷ তিনি ভোট পেয়েছেন ২৫৭৭৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক অধ্যক্ষ সরদার ফেরদৌস আহম্মেদ(কাপ-পিরিচ) পেয়েছেন ২৪০৬৬ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে হাফেজ মাওলানা আবদুল্লাহ যোবায়ের (তালা) নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৩৯,৮০২। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামীলীগ নেতা হিরন আহম্মেদ (টিউবওয়েল) পেয়েছেন ১৭,৭৩৬ ভোট।
অপর দিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে নির্বাচিত উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক সারমিন সুলতানা রুনা(প্রজাপতি)। তার প্রাপ্ত ভোট ৩৬৬৯৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফারহানা আফরোজ মনা(কলস) পেয়েছেন ২৭,৭০৬ ভোট।
সারাদিন উৎসব মুখোর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে রূপসা উপজেলা পরিষদ নির্বাচন।