শহিদুল্লাহ্ আল আজাদ (খুলনা প্রতিনিধি)
খুলনা জেলায় রূপসা উপজেলায় নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন আকাশ কুমার কুন্ডু। গত সোমবার ২৮অক্টোবর সকাল ১০টায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন। তিনি বলেন, আমি সকলের সহযোগিতা নিয়েই কাজ করতে চাই। রূপসা উপজেলার মানুষকে সাথে নিয়ে উপজেলাকে মডেল উপজেলা গড়ার জন্য কাজ করব। আমি যেহেতু এই উপজেলায় নতুন তাই আমার একটু সময় লাগবে সব কিছু জানতে বুঝতে।
সাংবাদিকসহ সকলের পরামর্শ ও মতামত নিয়ে যে কোন কাজ করলে কোন প্রশ্ন উঠবেনা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার জন্য যেভাবে কাজ করছে। আমিও সরকারের নির্দেশ মোতাবেক একটি সমৃদ্ধ, উন্নয়ন ও সুন্দর রূপসা গড়ার জন্য নিরলস কাজ করবো। এ সময় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুল দিয়ে স্বাগত জানান উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
নবাগত নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু মেহেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি বরিশালের গৌরনদীর বাসিন্দা। ৩৫ তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়, সহকারী কমিশনার হিসেবে চাকরি জীবন শুরু করেন। পরে তিনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এর পরে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।