মোঃ আতিক উল্লাহ চৌধুরী (চট্টগ্রাম প্রতিনিধি)
রাউজানে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন ইউনিয়নে ত্রাণ সামগ্রী প্রদান করেছেন রাউজানের সাবেক সংসদ আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। গহিরা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বাড়ি হতে ত্রাণ সামগ্রী গ্রহণ করে পাড়ায় পাড়ায় গিয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করেন নেতাকর্মীরা।
সাবেক সাংসদ আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সুযোগ্য সন্তান বিশিষ্ট ক্রীড়াবিধ সামির কাদের চৌধুরী নেতা কর্মীদের কাছে আহ্বান করেন আপনারা নিজ নিজ ইউনিয়ন ওয়ার্ড ও পৌরসভায় যেখানে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষ আহারে কষ্ট পাচ্ছে, আপনারা উনাদের পাশে দাঁড়ান।রাউজানের মানুষ যাতে কষ্ট না পায়।
তিনি আরো বলেন কোথায় মেম্বার হচ্ছে কোথায় চেয়ারম্যানের দায়িত্ব নিচ্ছে এগুলা এখন দেখার বিষয় নয়, আগে মানুষকে বাঁচাতে হবে। যাতে মানুষ কোনোভাবেই অনাহারে কষ্ট না পায়। আপনারা অবশ্যই অবশ্যই আমার রাউজান বাসির পাশে থাকবেন। চেয়ারম্যান, মেম্বার ,প্রশাসক এগুলার ভাগাভাগির সময় এখন নয়। এখন দেশে বৈরী আবহাওয়ার দুর্যোগ চলছে বন্যার্তদের পাশে আপনারা দাড়ান।
সম্পাদক
: মোঃ সোহেল
নির্বাহী
সম্পাদক : মোঃ নুরুন্নবী
বার্তা
সম্পাদক : মোঃ জহিরুল ইসলাম
ঠিকানাঃ
সেক্টর ১০,উওরা, ঢাকা ১২৩০
Email
: newsbangla029@gmail.com