আঃ রহিম রংপুর প্রতিনিধিঃ
রংপুর সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলাস যোগদান করেছেন। তিনি ৪/১২/২০২৪ ইং তারিখে রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেন। (ইউএনও) সাইফুল ইসলাস (৩৪ তম বিসি এস)।
এদিকে রংপুর সদর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলাস যোগদান করায় নিউজ বাংলা এনবি এর (রংপুর প্রতিনিধি), দৈনিক আমাদের প্রতিদিন পত্রিকার (পাগলাপীর রংপুর প্রতিনিধি ) মোঃ আঃ রহিম পক্ষ থেকে জানাই অভিনন্দন ।
সম্পাদক
: মোঃ সোহেল
নির্বাহী
সম্পাদক : মোঃ নুরুন্নবী
বার্তা
সম্পাদক : মোঃ জহিরুল ইসলাম
ঠিকানাঃ
সেক্টর ১০,উওরা, ঢাকা ১২৩০
Email
: newsbangla029@gmail.com