আঃ রহিম রংপুর প্রতিনিধিঃ
রংপুর জেলার সম্মানিত পুলিশ সুপার স্যারের সার্বিক দিক নির্দেশনায় রংপুর-দিনাজপুর মহাসড়ক ও বিভিন্ন বাজারে ঈদে চুরি, ছিনতাই চাঁদাবাজি রোধে কোতয়ালী সদর থানা পুলিশের ব্যপক তৎপরতা শুরু করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলুর রশিদ।
আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে রংপুর— দিনাজপুর মহাসড়কে নির্বিঘ্ন করার লক্ষে কাজ করে যাচ্ছে কোতয়ালী সদর থানা ও ট্রাফিক পুলিশ।(ওসি) বজলুর রশিদ বলেন ঘরমুখো মানুষ প্রিয়জনদের নিকট নিরাপদে গিয়ে ঈদ করতে যেন পারে।
তাই আমরা কোতয়ালী সদর থানা ও ট্রাফিক পুলিশের সহযোগিতায় রাতে টহল কার্যক্রম চলছে। (ওসি) বজলুর রশিদ সাংবাদিককে বলেন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিভিন্ন গন্তাব্যে ছুটে চলা সাধারন মানুষ যাতে নির্ভয়ে সময় মত নিরাপদে পৌছাতে পারে সেদিকে দৃষ্টি রাখছে কোতয়ালী সদর থানার পুলিশ।
উক্ত সড়কে অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশিদ নিজে দাঁড়িয়ে থেকে পাগলাপীরে পরিবহনের খোঁজখবর নিচ্ছেন যেন কোনপ্রকার চাঁদাবাজি না হয়।
সম্পাদক
: মোঃ সোহেল
নির্বাহী
সম্পাদক : মোঃ নুরুন্নবী
বার্তা
সম্পাদক : মোঃ জহিরুল ইসলাম
ঠিকানাঃ
সেক্টর ১০,উওরা, ঢাকা ১২৩০
Email
: newsbangla029@gmail.com