আবু মোঃ শোয়েব ডন ঘাটাইল (টাঙ্গাইল)প্রতিনিধিঃ
টাংগাইলের ঘাটাইলে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র মানিক মিয়া (১৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৪দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শনিবার সন্ধ্যায় তিনি মৃত্যু বরণ করেন। নিহত মানিক মিয়া চান্দশী দক্ষিণ পাড়া মৃত আব্দুস ছামাদের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানাযায় মঙ্গলবার ১১জুন দুপুর ১২টায় স্কুল থেকে মোটরসাইকেলে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলার বানিয়াপাড়া এলাকায় বিনিময় বাসের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে, উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থা আরো অবনতি হইলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থা শনিবার সন্ধ্যায় মারা যান।
সম্পাদক
: মোঃ সোহেল
নির্বাহী
সম্পাদক : মোঃ নুরুন্নবী
বার্তা
সম্পাদক : মোঃ জহিরুল ইসলাম
ঠিকানাঃ
সেক্টর ১০,উওরা, ঢাকা ১২৩০
Email
: newsbangla029@gmail.com