মোঃ সবুজ খান মির্জাপুর (টাংগাইল)
ঢাকা জেলা ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের ধূলট স্কুল মাঠে মুসলিম উদ্দিন স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের গ্র্যান্ড ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত ফাইনাল খেলায় অংশ নেন টাংগাইল জেলা মির্জাপুর উপজেলার উয়াশী ইউনিয়নের দুই শক্তিশালী বরটিয়া ফুটবল একাদশ বনাম মসদই জনকল্যাণ সংঘ।জমকালো আয়োজনের ফুটবল ফাইনাল ম্যাচ মসদই জনকল্যাণ সংঘ ৩/১ গোলে জয়লাভ করে।
উক্ত জমকালো ফাইনাল খেলায় সম্মানিত প্রধান অতিথি ছিলেন ঢাকা ২০ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ বেনজির আহমেদ।
সভাপতিত্ব করেন জনাব জিয়াউল হক উদোধক বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীম খান
পরিচালনায় আনোয়ার হোসেন সিকদার সেলিম সার্বিক সহযোগিতা ধুলট গ্রামবাসী ও ধুলট সমাজ সংঘ।খেলা কয়েক হাজার দর্শক উপস্থিতি ছিল।
সম্পাদক
: মোঃ সোহেল
নির্বাহী
সম্পাদক : মোঃ নুরুন্নবী
বার্তা
সম্পাদক : মোঃ জহিরুল ইসলাম
ঠিকানাঃ
সেক্টর ১০,উওরা, ঢাকা ১২৩০
Email
: newsbangla029@gmail.com