1. admin@newsbanglanb.com : admin :
মানুষের আস্থা আর ভালোবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সাক্ষাৎকারে- তাজউদ্দিন - নিউজ বাংলা NB
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুপুরে সার- বীজ-কীটনাশক বিক্রয়কারী প্রতিষ্ঠানে জরিমানা। আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফুলের ঘুষ বানিজ্য বেপোরোয়া। গঙ্গাচড়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযান প্রশংসনীয়। ঘাটাইলে বিএনপির বিশাল জনসভা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর রংপুর আগমনে পাগলাপীরে পথসভা ধনবাড়ীতে ১৭ পিছ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী ও সেবন কারী গ্রেফতার। দেলদুয়ারে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে জেলা প্রশাসকের অর্থ সহায়তা প্রদান। আরাফাত রহমান কোকো স্মৃতি ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। মধুপুরে গভীর রাতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও ডিমলায় এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মানুষের আস্থা আর ভালোবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সাক্ষাৎকারে- তাজউদ্দিন

নিউজ বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৬৮ বার পঠিত

মানুষের আস্থা আর ভালোবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সাক্ষাৎকারে- তাজউদ্দিন

মাহমুদুল হাসান (চৌহালী,সিরাজগঞ্জ) প্রতিনিধি

এমন জীবন তুমি করিবে গঠন, মরনে হাসিবে তুমি কাঁদিবে ভুবন”- মানুষ মরণশীল। কিন্তু মহৎ কিছু কর্ম সেই মরণশীল মানুষকে নশ্বর পৃথিবীতে অমরত্ব দেয়। কর্মেই মানুষ বেঁচে থাকে বলে মানব কুলের প্রতিটি মানবের বাসনায় লুকিয়ে থাকা একটি কাঙ্খিত স্বপ্ন হল কবির সেই প্রবাদ বাক্যটির আদলে নিজের ছোট্ট জীবনটাকে গড়ে তোলা।

কিন্তু ক’জনই বা পারেন এমন কাঙ্খিত জীবন গড়তে? কখনো ক্ষুদ্রাকার সাধ্য সাধের বিশালতাকে যেমন গ্রাস করে, তেমনি কখনো আবার সাধ্যের বিশালত্বেও স্বপ্ন সাধের অপমৃত্যু ঘটে মনের সংকীর্ণতার কারনে। কিছু মানুষ কদাচিৎ ব্যতিক্রম, যাদের সাধ ও সাধ্যের অপূর্ব সংমিশ্রণে হাজারো অসহায় মানুষের মুখে হাসি ফোটে।

যখন স্বার্থপর পৃথিবীর আত্মকেন্দ্রিক মানুষগুলো কেবল নিজেদের-ই নিয়েই ব্যস্ত থাকে, ঠিক তখন-ই পরোপকারী হাতেমতাই কিংবা দানবীর হাজী মুহাম্মদ মহসিনের আদলে গড়া এই সব মহান মানুষ গুলোর আবির্ভাব ঘটে, যাদের জন্ম আর কর্ম-ই যেন কেবলি পরের তরে। তাঁদের সাধ-স্বপ্ন এবং সাধ্যটাও যেন মানুষের ভাগ্য পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ।

এমন উজ্জীবিত মহান একজন উজ্জল নক্ষত্র গণমানুষের কথা বলে, মাটি ও মানুষের অপরাজিত দেশসেরা বঙ্গবন্ধুর আদর্শের লড়াকু সৈনিক চৌহালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তাজ উদ্দিন।

যে নামটির সাথে জড়িয়ে আছে লক্ষ মানুষের বিশ্বাস, ভক্তি এবং ভালবাসা। জড়িয়ে আছে হাজারো অসহায় পরিবারে স্বপ্নের বীজ বুনে দেওয়ার একটি অতিমানবীয় গল্প।

স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে মানুষটি কখনোই নিজেকে আত্মকেন্দ্রিতায় আবদ্ধ করে রাখেননি। তিনি হয়তো হৃদয়াঙ্গম করতে সক্ষম হয়েছিলেন যে, সৃষ্টিকর্তা মানুষকে ধন ও ক্ষমতা দিয়ে মনের পরীক্ষা করেন। তাই হয়তো তিনি তাঁর অর্জিত সার্বিক সক্ষমতা দিয়ে মানুষের কল্যাণে অবিরাম কাজ করে চলেছেন।

উজ্জীবিত সাংগঠনিক দক্ষ রাজনৈতিক ব্যক্তিক্ত বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আ’লীগ পরিবার। এনায়েতপুর থানা ও চৌহালী উপজেলার গণমানুষের চেনা মুখ একজন উজ্জল নক্ষত্র সমাজসেবক সফল আত্মতুষ্টি ব্যক্তিত্ব তিনি।

বাংলাদেশ আওয়ামী লীগ চৌহালী উপজেলার রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিক্ত খাষকাউলিয়া ইউনিয়নের বাসিন্দা, মিয়া পারার কৃতিত্বের কৃতি সন্তান,তরুন প্রজন্মের নতুন মুখ, এমপি মহোদয় এর আস্থা ভাজন স্মার্ট চৌহালী গড়ার কারিগর ও ভাঙ্গা গড়া মানুষের পাশে থাকা ও নির্বাচনী এস্তেহার বাস্তবায়নে অঙ্গিকারবদ্ধ।

উপজেলা পরিষদ কমপ্লেক্স, হাসপাতাল কমপ্লেক্স, যুব প্রশিক্ষণ কেন্দ্র, থানা কমপ্লেক্স, টেকসই চায়না স্থায়ীবাধ ও সড়ক পথ এবং বিনোদনের জন্য যমুনা সৈকত স্থাপন করে এনায়েতপুর থানা ও চৌহালীকে আধুনিক নগরী ও স্মার্ট চৌহালী গড়ার প্রতিশ্রুতি রক্ষা করবেন মানুষের আস্তা আর ভালবাসায়।

তিনি মানুষের পাশে দাড়াতে চান, সুখ দুঃখের গল্প শুনতে চান, মা মাটি ও মানুষের সেবা করতে চান, জনসমর্থন নেতা কমীদের দৃষ্টি আকর্ষণ, জনগণের আস্তা আর ভালবাসায় সিগ্ধ হয়ে থাকতে চান, উজ্জল নক্ষত্র হয়ে থাকতে চান, অর্থ নয় গুনিজনদের তালিকায় নাম লিপিবদ্ধ করে রাখতে চান।

স্মার্ট বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ধারার আলোকে চৌহালী উপজেলাকে ঢেলে সাজাতে জনগন ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছেন।

চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে জনসমর্থন,নেতা- কমীদের সুদৃষ্টি আকর্ষণ,ভোটার ও গণমানুষের আস্তা আর ভালবাসায় সরকারের পৃষ্টপোষকতার মাধ্যমে সুন্দর সমাজ বিনির্মাণ জনগনের দৌড় গড়ায় পৌঁছে দিতে চান।

জনসচেতনতা সৃষ্টি, কর্মসংস্থান, নারী জাগরণ ও বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং ২০৪১ উন্নত উদ্বাবনী স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর ভিশন ও উন্নয়বানি জনগনের কাছে পৌঁছেতে চান।

চৌহালীতে শুদ্ধি বাংলা বানান শিক্ষা অঙ্গন সহ সকলের মনোনিবেশ, জনসমর্থন সৃষ্টি, নেতা-কর্মীদের উজ্জীবিত, মানুষের দোয়া আর ভালবাসায় তিনি যে একজন উঁচুমানের ধর্মপরায়ণ পূণ্যের পুঁজারী তা দৃশ্যমান করে রাকতে চান।

২০২৪ সালে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে জনগনের ভালবাসা ও ভোট দিয়ে বিজয়ী করেছে আমি জনগনের কাছে ঋণি, এখন আমার দেওয়ার পালা একান্ত সাক্ষাৎ কারে তাজউদ্দিন এ প্রতিবেদককে এ-সব কথা জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও সংবাদ