মোঃ সবুজ খান স্টাফ রিপোর্টার
টাংগাইল জেলা মির্জাপুর উপজেলায় দীর্ঘদিনের চলাচলের অনুপযোগী ঊয়ার্শি ইউনিয়নের ২ং ওয়ার্ডের মস্তমাপুর ঘোষপাড়া মন্দিরের সামনের ব্রিজটি দীর্ঘদিন ধরে মানুষের চলাচলের জন্য অসুবিধা হয়ে পরে ছিল। এলাকাবাসী জানান অনেক দিন ধরে ব্রিজের মাঝখানে ভেঙ্গে রয়েছে দেখার কেউ নেই বললেই চলে।
মানবতার ফেরিওয়ালা বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটি সদস্য মনিরুল ইসলাম কবির এসময়ে তার নিজ এলাকায় নিজের ওয়ার্ডের জনসাধারণের সাথে দেখা করতে গেলে তার নজরে আসে ব্রিজটি তাৎক্ষণিক মেরামত ও ব্রিজের দুই পাশে মাটি ভরাট করে চলাচলের উপযোগী করে দিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব- মনিরুল ইসলাম কবির।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ উয়াশী ইউনিয়ন শাখার ২ নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি মোঃ সোহেল খান। তার এ-ই মহৎ কাজ দেখে এলাকাবাসী অনেক খুশি।
এলাকাবাসীজানান তাদের এ-ই ব্রিজ দিয়ে কৃষকের ধান, গরু, সাইকেল, সি এন জি চলাচল কষ্ট ছিল। এমন মন সকলের হয় না। মনিরুল ইসলাম কবির তার নিজ তহবিল থেকে এ-ই কাজ করতে পেরে সকলের কাছে দোয়া চেয়েছেন। তিনি আরো বলেন। আমাদের এলাকা আমরাই লড়বো...আমরাই গড়বো।
এই স্লোগানকে সামনে রেখে কাজ করে যেতে চাই আমৃত্যু। আশা করি প্রতিটি ভালোকাজে সবাইকে পাশে পাবো। আর মন্দ কাজে অবশ্যই সমালোচনার মাধ্যমে আমরা নিজেদের সংশোধন করে নতুনভাবে নিজেদেরকে গড়ে তুলবো।
সম্পাদক
: মোঃ সোহেল
নির্বাহী
সম্পাদক : মোঃ নুরুন্নবী
বার্তা
সম্পাদক : মোঃ জহিরুল ইসলাম
ঠিকানাঃ
সেক্টর ১০,উওরা, ঢাকা ১২৩০
Email
: newsbangla029@gmail.com