আঃ রহিম (রংপুর প্রতিনিধি)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশে, দলকে সু-সংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে জিয়া মঞ্চ রংপুর সদর উপজেলার ১নং মমিনপুর ইউনিয়ন শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যা হতে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জানপুর মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও জিয়ার আদর্শ সমর্থক ভক্তদের সমবেতর মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় কর্মী সভাটি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, জিয়া মঞ্চের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা মোঃ মঈন উদ্দিন। প্রধান বক্তা রংপুর সদর উপজেলার বিএনপির আহবায়ক ও রংপুর জেলা দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পিপি জনাব এ্যাডভোকেট শফি কামাল। বিশেষ বক্তা রংপুর জেলার জিয়া মঞ্চের সভাপতি এসএম মিঠু। জিয়া মঞ্চ রংপুর সদর উপজেলার আহবায়ক আরিফুল ইসলাম রাজন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রংপুর জেলার জিয়া মঞ্চের সদস্য সচিব শাকিল মিয়া, বিএনপি’র সদর উপজেলার সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা শাহ মোঃ মাসুদ রানা, নুর মোহাম্মদ সদর উপজেলার সাবেক যুগ্ম আহবায়ক বিএনপি, আমজাদ হোসেন সদর উপজেলার যুগ্ম আহবায়ক বিএনপি মতিউর রহমান, সিনিয়র সহ সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতিদল রংপুর জেলা শাখা বুলু আজাদ, সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল সদর উপজেলা সাহেব আলী, সাধারণ সম্পাদক ১ নং মমিনপুর ইউনিয়ন বিএনপি, সিনিয়র যুগ্ম আহবায়ক ওমর ফারুক, জিয়া মঞ্চ সদর উপজেলা সহ স্থানীয় জিয়া মঞ্চ ও বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
জিয়া মঞ্চ রংপুর সদর উপজেলার সদস্য সচিব রফিকুল ইসলাম এর সঞ্চালনা ও উপস্থাপনায় উক্ত কর্মী সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জিয়া মঞ্চঃ সহ বিএনপি অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে জিয়া মঞ্চের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ মঈন উদ্দিন বলেন আমরা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিক দল, মহিলা দল, তাঁতি দল সহ যায় যে দল করি না কেন সবাই আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক। এবং তার আদর্শকে বুকে ধারন ও লালন পালন করে জেল জুলুম হুলিয়া হত্যা খুন মামলা নির্যাতন সহ, নানা যড়যন্ত্র মোকাবেলা করিয়ে রাজনীতি করে চলছি। প্রধান অতিথি জিয়া মঞ্চের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মেঃ মঈন উদ্দিন বলেন মমিনপুর ইউনিয়ন জিয়া মঞ্চের কমিটি সকল সদস্যদেরকে দলের প্রতি সক্রিয় থাকার জন্য বিশেষ ভাবে আহবান করেন।