বাবুল রানা (মধুপুর, টাঙ্গাইল প্রতিনিধি)
টাঙ্গাইলের মধুপুরে সার্কেল অফিসে কর্মরত অফিসার ও ফোর্সদ্বয়ের বদলি জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে মধুপুর সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিতব্য বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি। মধুপুর সার্কেল অফিসে কর্মরত এএসআই(নিঃ) মোঃ হাবিবুল্লাহ, ও কনস্টেবল রাকিব হোসাইন, দ্বয়ের বদলি জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন মধুপুর সার্কেল অফিস।
উক্ত অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি, বিদায়ী অফিসার ও ফোর্সদের মধুপুর সার্কেল অফিসে সৎ নিষ্ঠাবান ও বিচক্ষণতার সাথে দায়িত্ব পালনের জন্য প্রশংসা করেন। এছাড়াও অতীতের বিভিন্ন দিক নির্দেশনা সঠিক ভাবে পালনের জন্য তাদেরকে ধন্যবাদ জানান। তাদের ভবিষ্যৎ কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন সহ উত্তরোত্তর সাফল্য কামনা করে বিদায়ীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।