বাবুল রানা (টাঙ্গাইল প্রতিনিধি)
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নামে, মিথ্যা মামলা প্রত্যাহার ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এডঃ আব্দুস সালাম পিন্টুর মুক্তির দাবিতে, টাঙ্গাইলের মধুপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মধুপুরের আব্দুস সালাম পিন্টু মুক্তি পরিষদের আয়োজনে, সোমবার ২১অক্টোবর বিকেলে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলী'র, মধুপুর দলীয় কার্যালয় হতে তার সমর্থিত নেতা কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে, শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও দলীয় কার্যালয়ে এসে শেষ হয়ে।
মিছিলে নেতৃত্ব দেন সাবেক উপজেলা যুবদলের আহবায়ক আঃ মান্নান, সাবেক উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুম, সাবেক উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন মনি সরকার, সাবেক পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আঃ রহমান, সাবেক পৌর মহিলা দলের সভাপতি সোনিয়া আকন্দ সহ বিএনপি, যুবদল, মহিলা দল, ছাত্রদল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক
: মোঃ সোহেল
নির্বাহী
সম্পাদক : মোঃ নুরুন্নবী
বার্তা
সম্পাদক : মোঃ জহিরুল ইসলাম
ঠিকানাঃ
সেক্টর ১০,উওরা, ঢাকা ১২৩০
Email
: newsbangla029@gmail.com