বাবুল রানা (টাঙ্গাইল প্রতিনিধি)
টাঙ্গাইলের মধুপুর উপজেলার চাপড়ি হাট ও মধুপুর হাটে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সোমবার (২৮ অক্টোবর) বিকেলে বাজার মনিটরিং করার সময় মাত্রাতিরিক্ত মূল্যে কাঁচামরিচ বিক্রি করার দায়ে, ৪টি মামলায় ৪জন দোকানীকে মোট ২,৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি অন্য দোকানীদের সতর্ক ও সচেতন করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া। মোবাইল কোর্ট পরিচালনায় তাকে সহযোগিতা করেন মধুপুর থানার এসআই রিয়াদ সহ পুলিশের একটি দল। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান, সহকারী কমিশনার (ভুমি) রিফাত আনজুম পিয়া।