বাবুল রানা মধুপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন কুড়ালিয়া ইউনিয়নের টিকরী গ্রামের বাসিন্দা মোজাম্মেল হক টুলুর পুকুরের প্রায় ১০লক্ষ টাকার মাছ বিষ প্রয়োগ করে নিধন করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২৭) মে টিকরী খা পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী টুলু মিয়া জানান, আমি গভীর রাত পর্যন্ত পুকুরের চারপাশ ঘুরে বাড়িতে চলে যাই। সকালে এলাকাবাসী এসে আমাকে জানায় পুকুরের সমস্ত মাছ মরে ভেসে উঠেছে।
আমি পুকুর পাড়ে গিয়ে দেখি শতশত লোকজন মরা মাছ ধরে ব্যাগ ভরে নিয়ে যাচ্ছে। তিনি আরও জানান, অনেক দিন যাবৎ আমার প্রতিবেশীদের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমার ক্ষতি করবে বলে হুমকি দিয়ে আসছে এটা তাদেরই কাজ এমনটাই ধারণা করছেন তিনি।
মাছ ধরার জেলেরা বলছেন, পানিতে গ্যাস হয়ে মাছ মরেনি, পুকুরে মাছ মারার জন্য বিষ দেওয়া হয়েছে যে কারণে সব ধরনের দেশীয় মাছ সহ সাপ, ব্যাঙ ও কিট পতঙ্গও মারা গেছে।
ভুক্তভোগী ও এলাকাবাসী এই দুষ্কৃতকারীদের চিন্হিত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি জোড় দাবি জানিয়েছেন।
সম্পাদক
: মোঃ সোহেল
নির্বাহী
সম্পাদক : মোঃ নুরুন্নবী
বার্তা
সম্পাদক : মোঃ জহিরুল ইসলাম
ঠিকানাঃ
সেক্টর ১০,উওরা, ঢাকা ১২৩০
Email
: newsbangla029@gmail.com