বাবুল রানা মধুপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর বাসস্ট্যান্ড এলাকায় টেস্টি ট্রিট কোম্পানির ফাস্টফুডের দোকানে মেয়াদোত্তীর্ণ খাদ্য পণ্য রাখার অপরাধে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে মধুপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত টেস্টি ট্রিট ফাস্টফুড দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভাম্যমান আদালতের মাধ্যমে দোকান মালিককে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।