বাবুল রানা বিশেষ প্রতিনিধিঃ
রাত যখন কাঁটায় কাঁটায় ১১টা, চারিদিকে ঘনকুয়াশা আর বাতাসে বিন্দু বিন্দু তুষারে হতদরিদ্র শীতার্ত মানুষ গুলো যখন শীতে জুবুথুবু খাচ্ছে ঠিক সেই মুহূর্তে গরম কম্বল নিয়ে হাজির হলেন, মানবতার ফেরিওয়ালা খ্যাত, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন। গভীর রাতে ঘন কুয়াশা ও প্রচন্ড শীতকে উপেক্ষা করে তিনি শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে আবারও প্রমান করলেন, মধুপুর এবং মধুপুরের মানুষকে তিনি কতটুকু ভালোবাসেন।
তিনি মধুপুরকে একটি মডেল শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ তিনটি প্রশাসনিক দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছেন।
তার গতরাতের এই কম্বল বিতরণ ছিলো সবার জন্য একটি মেসেজ আর সেই মেসেজটি হলো, নিজেরদের সমর্থ্য অনুযায়ী সবাইকে শীতার্ত মানুষের পাশে দাড়ানোর মেসেজ।
তিনি শনিবার(২১ডিসেম্বর) রাতে মধুপুর উপজেলার কাকরাইদ ও মোটের বাজার সহ বিভিন্ন বাজারে হতদরিদ্র জনগোষ্ঠীর মধ্যে কম্বল বিতরণ করেন।
এসময় উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন, মধুপুর থানা ইনচার্জ এমরানুল কবীর, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ।
সম্পাদক
: মোঃ সোহেল
নির্বাহী
সম্পাদক : মোঃ নুরুন্নবী
বার্তা
সম্পাদক : মোঃ জহিরুল ইসলাম
ঠিকানাঃ
সেক্টর ১০,উওরা, ঢাকা ১২৩০
Email
: newsbangla029@gmail.com