বাবুল রানা (মধুপুর, টাঙ্গাইল প্রতিনিধি)
টাঙ্গাইলের মধুপুরে এক মাদকসেবীকে ইয়াবা সেবনের সময় গ্রেফতার করেছে মধুপুর থানা পুলিশ। রবিবার (১সেপ্টেম্বর) বিকেলে মধুপুর পৌরসভাধীন টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের সাথীর মোড় এলাকার সিদ্দিক স্টোর সংলগ্ন দোতলায় এসআই ফরহাদের নেতৃত্বে মধুপুর থানার একটি দল অভিযান চালিয়ে ইয়াবা সেবনের সময় মনির হোসেন জুয়েল(৪২) নামের এই মাদকসেবীকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে মোবাইল কোর্ট পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ (একশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্টটি পরিচালনা করেন মধুপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।