“বেলা শেষে”
✍️সামসাদ ময়না
শৈশব আমার কেটেছে ভালো
কাটিয়েছি হাসি খেলায়
দুষ্টমিতে মন রাঙিয়ে
ভেসে বেড়িয়েছি ভেলায়।
কৈশোরের স্মৃতিতে ছিল
একটু আধটু মান
বকা শুনেছি হেসে উড়িয়েছি
ছিলোনা পিছুটান।
যৌবনে ছিল মন উড়ু উড়ু
মানেনি শাসন শোনেনি বারণ
স্বপ্ন ছিল রঙিন রঙিন
সব ঝামেলার এখানেই শুরু।
জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারিনি
নিজেই দিয়েছি সব বিসর্জন
হাসফাস করে মম হিয়া আজ
হয়নি’কো কিছুই অর্জন।
সং সেজে আছি সংসারেতে
পাওয়া না পাওয়ার হিসেব কষে
একটা জীবন হারায় সবই
ভেবে যাই অবশেষে!
চলছে জীবন স্রোতের মত
স্বপ্নরাজ্যে ভেসে
আশা ছাড়িনি হতাশ হয়নি
পাবো ঠিকই বেলা শেষে।