আফিয়া রুবি
খুব বেশি স্মৃতি কি লাগে? নেই তার সাথে
শারমিন মানে অভিধান বলে-
লাজুক, সহানুভূতি এবং সহযোগিতা
সবকটি মানেই
মেয়েটিকে উজ্জ্বল করে তোলে
হেয়ালিপনায় অভিধান
কোন কোনখানে ভুল করে বুঝি
ভুল করেই বলেনি তার হাসির কথা
মিষ্টিভাষীর কথা
বলেনি তার মিশুকের কথা
তাকে ভুলতে না পারার কথা
যাকে “গুণ” বলে তার কথা
সৃষ্টিকর্তা দয়া একমাত্র টুকরো
রেখেছে এ ধরণীতলে
মেয়েটির কলিজা, জান
ও বেঁচে থাকার প্রাণ ছিল সে।