আলমগীর শরীফ (ঝালকাঠি প্রতিনিধি)
ঝালকাঠি জেলাধীন রাজাপুর উপজেলার বি এন পি ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে দেশের বর্তমান পরিস্থিতিতে শান্তি-শৃঙ্খলা স্বাভাবিক রাখার উদ্দেশ্যে ২৪ আগষ্ট ২০২৪ ইং রোজ শনিবার বিকেল ০৩ ঘটিকায় উপজেলার বড়ইয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বড়ইয়া ইউনিয়ন বি এন পির সভাপতি শাহ মোহাম্মদ ফারুক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বি এন পির অন্যতম সদস্য এ্যডঃ শাহদৎ হোসন, রাজাপুর উপজেলা বি এন পির সভাপতি তালুকদার আবুল কামাম আজাদ, সিনিয়র সহসভাপতি আব্দুল হক নান্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ নুর হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন। সঞ্চালনায় ছিলেন বড়ইয়া ইউনিয়ন বি এন পির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি রফিকুল ইসলাম জামাল বলেন যে, দেশের বর্তমান পরিস্থিতিতে শান্তি-শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনৈতিক দলের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে সাধারণ মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সর্বদা কাজ করতে হবে এবং এমর্মে সকলকে অনুরোধসহ নির্দেশ প্রদান করেন। এছাড়াও প্রধান বক্তা নাসিম উদ্দিন আকনসহ সকল বক্তারা-ই দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার উদ্দেশ্যে মঞ্চে কথা বলেন। অনুষ্ঠানে বি এন পি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দুই/ তিন হাজার নারী পুরুষ উপস্থিত ছিলেন।