কল্পনায় সত্য ভাসে।
বাস্তবতায় মিথ্যে।
রঙিন স্বপ্ন সাদা-কালো
প্রহরে পলকে।
আনন্দ আলোকে
দুঃখ ঘিরে রাখে।
পারিপার্শ্বিকতা হাসে।
বিচ্ছিরি বোলে।
মুচকি হেসে রবের কাছে।
প্রার্থনায় দু- হাত তোলে।
সরল জীবন জটিল হয়।
শৈশব – কৈশোর – বৃদ্ধতে হারায়।
আশা- স্বপ্ন- ইচ্ছে ঘনঘটা।
বাস্তবতা ইলশেগুঁড়ি।
——
সাহিত্য কথা