বাবার লেখাটি আজো পড়ি
অসম্ভব মন খারাপ নিয়ে
চোখের কোণে জল নিয়ে
কিংবা
আকাশ যখন বড্ড বেশি বাড়াবাড়ি করে
মেঘলা করে দেয় সারা পৃথিবী
হুড়মুড় করে দুমড়ে মুচড়ে কেঁদে ফেলে
সে কান্নার বুকে হাত রেখে
বাবার লেখাটি আজো পড়ি।
করিডোরে বসে এক কাপ চা হাতে নিয়ে
যখন মনে হয়
কেউ নেই আমার
এতো চেনা মানুষের ভীড়ে
সব অচেনা
স্বার্থের পৃথিবীতে শুধু স্বার্থের লড়াইয়ে
অচেনা হয়ে গেছে সবাই,
সে কষ্টের ছোঁয়া নিয়ে
বাবার লেখাটি আজো পড়ি।
চারিদিক অন্ধকার নিরব নিস্তব্ধ
মাঝরাতে হঠাৎ
হাউমাউ করে কেঁদে ফেলি
আলতো করে নীল ডায়েরির বুকে হাত রাখি।
জীবনে অনেক লড়াই করেছি মা
শেষ মূহুর্তে এসে মনে হলো-
আমি বড্ড একা
কেউ নেই আমার,কিচ্ছু নেই
তাতে আমার কোন আক্ষেপ নেই,অনুশোচনা নেই
কেননা
সততা আমার সাথে সব সময় ছিলো
আর এটিই আমার সবচেয়ে বড় অর্জন বড় পুরস্কার।
সত্যের লড়াই কতোটা কঠিন
কতোটা কষ্ট
কতোটা ত্যাগ
কতোটা নিঃস্ব,ভয়াবহ
শুধু সত্য মানুষ গুলোই জানে
তবু তারা সত্যের জন্য লড়াই করে
সততার জন্য লড়াই করে
সততার লড়াই
পৃথিবীর শ্রেষ্ঠ লড়াই।
এ লড়াইয়ে যেদিন তুমি জিতবে মা
সেদিন ভাববে, তুমি সব সব কিছু পেয়েছো
তোমার আর কিচ্ছু প্রয়োজন নেই।
বাবার লেখাটি আজো পড়ি
আমার চোখের পানিতে
ঝাপসা হয়ে গেছে অনেক গুলো শব্দ
আমি সে শব্দ গুলোর বুকে
আলতো ভাবে হাত রাখি।