আঃ রহিম রংপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর (আমীর) রংপুর আসতেছেন।
গতকাল ২৩/১২/২৪ রোজঃ সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর (আমীর) ডাঃ শফিকুর রহমান ২ দিনের সফরে রংপুর আসতেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর (আমীর) ডাঃ শফিকুর রহমান রংপুর আগমন উপলক্ষে গতকাল ২৩/১২/২৪ রোজঃ সোমবার বাদ মাগরিবে পাগলাপীরে এক পথসভার আয়োজন করেছেন রংপুর সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী।
এই পথসভায় জামায়াত, শিবির, যুব, সহ শ্রমিক কল্যাণ ফেডারেশন সকল নেতা কর্মীদের সঠিক সময়ে উপস্থিত থাকার জন্য আহবান করেছেন রংপুর সদর উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির মাওলানা মোঃ মাজহারুল ইসলাম।
সম্পাদক
: মোঃ সোহেল
নির্বাহী
সম্পাদক : মোঃ নুরুন্নবী
বার্তা
সম্পাদক : মোঃ জহিরুল ইসলাম
ঠিকানাঃ
সেক্টর ১০,উওরা, ঢাকা ১২৩০
Email
: newsbangla029@gmail.com