যীসু কুমার আচার্য্য চট্রগ্রাম প্রতিনিধি
গত ২০মে, ২০২৪খ্রিঃ তারিখে বাংলদেশ হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী চট্টগ্রাম মহানগর শাখার ও চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানা শাখার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়।
প্রথমেই চট্টগ্রামের চেরাগী হিল মোড় হতে র্যালী শুরু হয়ে কনভেনশন হলে গিয়ে শেষ হয়। সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার আদায়ের বৃহত্তম এই সংগঠনটির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম নগরীর রঙ্গম কনভেনশন হলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বরণ্যে আইনজীবী এডভোকেট রানা দাশগুপ্ত মহোদয়, একুশে পদক বিজয়ী বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর জিনবোধি ভিক্ষু, চট্টগ্রাম মহানগর কমিটির সম্মানিত সহ-সভাপতি বাবু আশুতোষ সরকার, সঞ্চালনায় ছিলেন সংগঠনের চট্টগ্রাম মহানগর কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক এড. নিতাই প্রসাদ ঘোষ।
স্বাগত বক্তব্য রাখেন- সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক শ্রদ্ধেয় শ্যামল পালিত মহোদয়, শ্রদ্ধেয় কাউন্সিলর নিলু নাগ, শ্রদ্ধেয় কাউন্সিলর রুমকি সেনগুপ্ত সহ প্রমুখ।