সুলতান সরকার
মাঝে মাঝে বড় ইচ্ছে করে
তোমাকে শোনাতে হৃদয়ের হাহাকার
সম্বিত আত্ম কান্না,
কান্নার খেলায় যেহেতু মেতেছি নিঃস্বার্থ ভালোবেসে,
সেহেতু নিরবতায় কান্না ছাড়া হয়তোবা কিছু নেই।
জনম জনম ধরে তোমার জন্য কাদবো,
আমার হৃদয়ে যতো ব্যথিত কথা-
কবিতায় আমি সাধিবো!
তুমি না হয় থেকে যেইও মোর চক্ষু ভেজা
নিরব কান্নায়।
সম্পাদক
: মোঃ সোহেল
নির্বাহী
সম্পাদক : মোঃ নুরুন্নবী
বার্তা
সম্পাদক : মোঃ জহিরুল ইসলাম
ঠিকানাঃ
সেক্টর ১০,উওরা, ঢাকা ১২৩০
Email
: newsbangla029@gmail.com