আনোয়ার হোসেন (বগুড়া প্রতিনিধি)
প্রত্যেক জেলার ন্যায় বগুড়াতেও অনুষ্ঠিত হয় রোকন সম্মেলন। সেখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, আমীরে জামায়াত ডঃ শফিকুর রহমান। শনিবার ২৬সে অক্টোবর বগুড়ায় আলতাফুন্নেসা মাঠে, বাংলাদেশ জামায়াতে ইসলামের বিশাল মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। সকাল থেকে শুরু করে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে মহা সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রথম অবস্থায় সমাবেশে পুরুষ এবং মহিলা রোকনদের একটি সমাবেশ এবং পরবর্তীতে সুধী সদস্যদের নিয়ে আরেকটি সভা অনুষ্ঠিত হয়। মেয়েদের জন্য আলাদা ভাবে বসার সুযোগ ছিলো, যাতে তাদের পর্দার খেলাপ না হয়। সর্বপ্রথম কুরআন তেলাওয়াত ও ইসলামি সংগীত এর মধ্য দিয়ে মহাসমাবেশটি শুরু হয়। সেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামের মহিলা রোকন সদস্য পুরুষ রোকন সদস্য সহ, সুধী সদস্য মিলিয়ে প্রায় ২ লাখ মানুষ জমায়েত হন।
এবং আমীরে জামায়াত ডঃ শফিকুর রহমান, কুরআন ও হাদিস থেকে তার মূল্যবান বক্তব্য পেশ করেন। নিজ নিজ উদ্যোগ থেকে নিজ টাকা খরচ করেও লোকের জমায়েত ছিলো আকাশ ছোঁয়া। বগুড়া এই প্রথম কোনো মিটিংয়ে এত লোকের জমায়েত একসাথে হয় বলে জানা যায় সাধারন মানুষের থেকে।
আলতাফুন্নেসা মাঠে মানুষের জায়গা না হওয়াতে, বাহিরের বিভিন্ন দোকানপাট সহ রাস্তায় দারিয়েও সম্মেলনে অংশগ্রহণ করেন তারা। এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিলো বাংলাদেশকে একটি ইসলামিক রাষ্ট্র হিসেবে গঠন করা। ডঃ শফিকুর রহমান এর ডাকে চারিদিক থেকে পঙ্গপালের ন্যায় মানুষ জমায়েত হয়েছেন উক্ত সভায়। তাদের একটা চাওয়া বাংলাদেশকে একটি ইসলামিক রাষ্ট্র হিসেবে গঠন করা।
সম্পাদক
: মোঃ সোহেল
নির্বাহী
সম্পাদক : মোঃ নুরুন্নবী
বার্তা
সম্পাদক : মোঃ জহিরুল ইসলাম
ঠিকানাঃ
সেক্টর ১০,উওরা, ঢাকা ১২৩০
Email
: newsbangla029@gmail.com