“বক্ষ মাঝে”
✍️এস,জি,বি হাফসা মনি
তুমি ঘুমাও বক্ষ মাঝে।
আমি ঘুমাই জগৎ মাঝে।
কী বেসুরো সুর জগতে,ঘুম ভেঙে যায় বার বার।
হয়ে যাই দিশেহারা।
মাতাল আমি মদ ছাড়া।
দিগ্বদিক শূন্য,আমি অপূর্ণ।
হয়তো তোমাকে বক্ষ মাঝে ঘুম পাড়িয়েছি এ জন্য।
কখনো যদি আমার স্বপ্নে জেগে যাও।
দেখে নিও,কতটা নিখুঁত ভালবাসায় জড়িয়ে ঘুম পাড়িয়েছি।
কলিজাটা দেখে কেঁপে ওঠো না।
আঘাতে আঘাতে নিরন্তর রক্তের নদী বয়।
সেই ফোঁটা গুলো বিশুদ্ধ ভালবাসার কথা কয়।
আমিও কই তোমার লগে।
তবে তোমায় জাগিয়ে নয়।
ঘুম পাড়িয়ে বক্ষ মাঝে।
তুমি ঘুমাও আমার বক্ষ মাঝে।
আমি শুধু জেগে রই জগত মাঝে।