বাবুল রানা (টাঙ্গাইল প্রতিনিধি)
টাঙ্গাইলের মধুপুর পৌরশহর ঘিরে বয়ে যাওয়া, বংশাই নদীতে কিছু অসাধু মাছ শিকারীর কারণে উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন ব্যহত হচ্ছে। পুরো নদী ঘিরে নিয়ে তারা মাছ শিকার করছে। এতে মাছসহ হুমকিতে পড়ছে জীববৈচিত্র। এমন এক চিত্র দেখা গেল উপজেলার গোলাবাড়ী ব্রীজ সংলগ্ন বংশাই নদীতে। পুরো নদী জুড়ে স্থাপন করা হয়েছে অবৈধ সুতি জাল।
জানা গেছে, প্রতিবছর এ বংশাই নদীতে অবৈধ সুতি জাল দিয়ে প্রকাশ্যেই, পোনাসহ মা মাছ নিধন করা আসছে কিছু অসাধু মাছ শিকারী। বর্ষা মৌসুমের শুরু থেকেই এক শ্রেণির অসাধু ও প্রভাবশালী ব্যক্তিবর্গ পোনা ও মা মাছ নিধনের মহোৎসবে মেতে উঠে। নদীর বিভিন্ন স্থানে নিষিদ্ধ সুতি জাল বা খড়া জাল দিয়ে ধরা হচ্ছে বিভিন্ন প্রজাতির পোনা ও মা মাছ। এমনকি বিভিন্ন প্রজাতির জলজপ্রাণিও মারা যাচ্ছে এ সুতি জালের ফাঁদে পড়ে। নদী জুড়ে এ জাল স্থাপন করার কারণে উজান থেকে আসা রেণু পোনা থেকে শুরু করে ছোট বড় যেকোন ধরনের মাছ এ জালে প্রবেশ করলে আর বের হতে পারেনা।
নদীতে মাছ ধরার সবচেয়ে ভয়াবহ ফাঁদই হচ্ছে এই অবৈধ সুতি জাল। গোলাবাড়ী ব্রীজ থেকে উজানে ২কিলোমিটারের মধ্যে ৩টি অবৈধ সুতি জাল রয়েছে। স্থানীয়রা জানান, মৎস্য কর্মকর্তার উদাসীনতার কারনেই এবার উপজেলার বিভিন্ন নদনদী, খালবিল ও ডোবা নালায় শতশত চায়না দুয়ারী ও সুতি জালে সয়লাব। এসব অবৈধ চায়না জাল ও সুতি জাল ধংস করা সহ ব্যবহারকারীদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করতে না পারলে আগামীতে দেশীয় মাছ বিলুপ্ত হয়ে যাবে বলে তারা জানান।
সম্পাদক
: মোঃ সোহেল
নির্বাহী
সম্পাদক : মোঃ নুরুন্নবী
বার্তা
সম্পাদক : মোঃ জহিরুল ইসলাম
ঠিকানাঃ
সেক্টর ১০,উওরা, ঢাকা ১২৩০
Email
: newsbangla029@gmail.com