জাহাঙ্গীর আলম (জেলা প্রতিনিধি)
৬ সেপ্টেম্বর ২০২৪ইং শুক্রবার দেশের জাতীয় দৈনিক কালবেলায় তিন বাহিনীর দখলবাজিতে অশান্ত আশুলিয়া ডিইপিজেড এই শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুর মিয়া।
তিনি বলেন প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত ও কাল্পনিক। তার কোন বাহিনী নেই তিনি কোন গার্মেন্টস এর জুট ব্যবসা দখল বা এর সাথে তার কোন সর্ম্পক নেই। সম্প্রতি ১৯ আগষ্ট ডিইপিজেড এলাকায় শ্রমিক অসন্তোষ দেখা দিলে ইপিজেড বন্ধ ঘোষনা করা হয় ওই দিন।পরে ১৯ আগষ্ট বিকেলে ডিইপিজেড কর্তৃপক্ষ ও শিল্প পুলিশ তার সাথে যোগাযোগ করেন ও কারখানা খুললে যেনো কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। এ বিষয়ে সব রকমের সহযোগীতা কামনা করেন। পরে তিনি দলের নেতাকর্মীদের নিয়ে ২০ আগষ্ট ডিইপিজেড এলাকায় সতর্ক পাহারা বসান। এ সময় ডিইপিজেডে শান্ত পরিবেশ না হওয়া পর্যন্ত তিনি দলের নেতাকর্মীদের নিয়ে সতর্ক থাকেন।
পরে সেই সুযোগ নিয়ে একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে ডিইপিজেডের জুট ব্যবসা দখলের মিথ্যা অভিযোগ আনেন। তিনি যে ডিইপিজেড এলাকায় সেই দিন সতর্ক পাহারা বসান নেতাকর্মীদের নিয়ে। সেই নিউজটি দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে। তিনি নিজেও একটি তৈরি পোশাক কারখানার মালিক, উল্লেখ করে তিনি বলেন আমি চাই গার্মেন্টস সুন্দরভাবে উৎপাদন চলুক ও শান্তিপূর্ণ অবস্থা বজায় থাকুক। একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় এ মিথ্যা সংবাদের অবতারণা করা হয়েছে শুধু আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার পাশাপাশি আমার ক্ষতি করার জন্য। আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।