“পৃথিবীর বুকে স্বর্গ”
✍️আবু হাফসা মনি
নারীতে জন্ম নিয়ে,
তুমি নারী শোষণ করো।
নারী কে ছলনাময়ী বলে।
নিজেকে পুরুষ বলে গর্ববোধ করো।
বোকার স্বর্গে বাস।
জেনে রেখো নিঃশ্বাস বয়ে আনে সর্বনাশ।
প্রজন্মের পর প্রজন্ম তা ভুগে যাবে।
নয়তো পরকাল সাজানো রবে
লেলিহান শিখায়।
যাতে তুমি জ্বলে যাবে।
নারীর ভেঙোনা মন।
করোনা অ-শ্রদ্ধা জ্ঞাপন।
পরম স্নেহ দিবে।
অ- সামান্য তৃপ্তি রবে।
নারী- পুরুষ ভেদাভেদ করবে না যবে।
উভয়ের বুকে স্থান পাবে,
ভালবাসায় ঘেরা মনুষ্যত্ব।
পৃথিবীর বুকে মনুষ্যত্ব প্রকাশ পাবে।
নারী-পুরুষ যেনো পৃথিবীর বুকে স্বর্গে রবে।