গাজী হানিফ সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :
“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই প্রতিপাদ্যে চুরি, ডাকাতি, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন, যৌতুক, ইভটিজিং, কিশোর গ্যাং ও বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়তে সোনাগাজী মডেল থানা কর্তৃক আয়োজিত বিট পুলিশিং সভা ১৭ই ডিসেম্বর (মঙ্গলবার) দুপুর ১২টায় মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার চেয়ারম্যানের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল মঞ্জুর সবুজ’র সঞ্চালনায় ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ফেনী) নোবেল চাকমা, প্রধান অতিথির বক্তব্যে নোবেল চাকমা বলেন- পুলিশ কমিশন গঠনের মাধ্যমে পুলিশকে রাজনৈতিক করণ না করে স্বাধীন ও নিরপেক্ষভাবে জনগণের জন্য কাজ করার সুযোগ দেওয়া উচিত। চুরি, ডাকাতি, মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং নির্মূল সহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সর্ব সাধারণের সহায়তা কামনা করি।
সভায় বিশেষ অতিথি ছিলেন- সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) তছলিম উদ্দিন, অফিসার ইনচার্জ (সোনাগাজী মডেল থানা) বায়েজিদ আকন, এতে আরও উপস্থিত ছিলেন- মঙ্গলকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল হাই মানিক, সাধারণ সম্পাদক মমিনুল হক মানিক, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা নুরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ শহীদুল ইসলাম, বক্তারমুন্সী বাজার ব্যাবস্থাপনা কমিটির সভাপতি মীর নাছির উদ্দীন, ডাকবাংলা ব্যাবসায়ী কমিটির সভাপতি আবুল কালাম প্রমূখ।
সভাপতির বক্তব্যে সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার বলেন- পুলিশ ছাড়া দেশ অচল, ৫ই আগস্টের পরে পুলিশের নিস্ক্রিয়তায় আমরা নিরাপত্তাহীন ও অসহায়বোধ করেছি, দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে হলে পুলিশকে ৫ই আগস্ট পূর্ববর্তী অবস্থা ভুলে স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে হবে, প্রকৃত অপরাধী হলে সেই যেই দলের হোক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
এসময় মঙ্গলকান্দি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ও বিভিন্ন সমস্যা সমাধানে করণীয় বিষয়ে পরামর্শ মূলক বক্তব্য রাখেন।