আঃ রহিম (রংপুর প্রতিনিধি)
রংপুর কোতয়ালি সদর থানার আয়োজনে, আসন্ন দূর্গা পুজা ২০২৪ উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয় নিয়ে রংপুর সদর উপজেলা পুজা উদযাপন পরিষদ নেতৃবিন্দ সাথে মত বিনিময় হয়।
গতকাল শিবের বাজার পশ্চিম পাড়া সার্বজনীন দূর্গা মন্দির মাঠে, রংপুর সদর উপজেলা পুজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দর সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, রংপুর জেলা পুজা উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি রাম জীবন কুন্ডু, রংপুর কোতয়ালী সদর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) অলিভ মাহমুদ ও পুজা উদযাপন কমিটির সদস্য সহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতা বৃন্দ।
ওসি অলিভ মাহমুদ সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দদের কাছে বিশেষ অনুরোধ করেন, সরকারের নিয়মনীতি ও আইন শৃঙ্খলা মেনে সবাই দূর্গা উৎসব উদযাপন করবেন। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে রংপুর কোতয়ালি সদর থানার আওতাধীন সকল পূজা মন্ডবে আমাদের কঠোর নজরদারি থাকবে। আপনাদের সকল প্রকার নিরাপত্তা নিশ্চিত করতে কোতয়ালি সদর থানা পুলিশ পাশে আছে।