আঃ রহিম (রংপুর প্রতিনিধি)
রংপুর সদর উপজেলার ,আসন্ন ২নং হরিদেবপুর ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন (টেবিল ফ্যান ) মার্কার প্রার্থী বিশিষ্ট সমাজসেবক ও গরিবের বন্ধু মোঃ আনিসুর রহমান মাহমুদ।
জমজমাট প্রচার-প্রচারণায় ২নং হরিদেবপুর ইউনিয়নের ভোটারদের মুখে মুখে এখন টেবিল ফ্যান মার্কার প্রার্থী আনিসুর রহমান মাহমুদের নাম। আমি নির্বাচিত হলে হরিদেবপুর ইউনিয়ন বাসীর কল্যাণে নিজের সর্বস্ব দিয়ে কাজ করবো। (টেবিল ফ্যান) প্রার্থী আনিসুর রহমান মাহমুদ বলেন,"মানুষ এখন পরিবর্তন চায়। আমি নির্বাচিত হলে আমার দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন ঘটিয়ে সর্বদা সুখে দুঃখে ভোটারদের পাশে থাকবো।
গতকাল হরিদেবপুর ইউনিয়নের পাগলাপীরের বিভিন্ন পাড়াতে (টেবিল ফ্যান )মার্কার নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। রংপুর সদর উপজেলার , হরিদেবপুর ইউনিয়নের বিভিন্ন সাধারণ ভোটাররা জানান, প্রায় প্রতিটি ওয়ার্ডে টেবিল ফ্যান মার্কার প্রার্থী গরিবের বন্ধু আনিসুর রহমান মাহমুদ জনপ্রিয়তার দিক থেকে এ মুহূর্তে বেশ এগিয়ে রয়েছেন, এবং তিনি সাধারণ ভোটারদের মনে জায়গা করে নিতে সক্ষম হয়েছেন,এছাড়াও শিক্ষা দীক্ষা ও পারিবারিক মর্যাদায় অন্যদের থেকে এগিয়ে রয়েছেন তিনি।
আনিসুর রহমান মাহমুদ ছাত্রজীবন থেকে সবসময়ই অসহায় ও দুঃস্থ মানুষদের পাশে দাড়ানোর চেষ্টা করেন। ইতিমধ্যেই হরিদেবপুর ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে তার জনপ্রিয়তার রব উঠেছে। ২নং হরিদেবপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান মাহমুদ বলেন আপনারা আগামী ২৭ তারিখে (টেবিল ফ্যান মার্কায় ) ভোট দিয়ে আমাকে বিজয় করবেন।
সম্পাদক
: মোঃ সোহেল
নির্বাহী
সম্পাদক : মোঃ নুরুন্নবী
বার্তা
সম্পাদক : মোঃ জহিরুল ইসলাম
ঠিকানাঃ
সেক্টর ১০,উওরা, ঢাকা ১২৩০
Email
: newsbangla029@gmail.com