তোমার প্রভাতে আলো ফুটলেই আঁধার নামাবো আমি। গুপ্ত ঘরের গুপ্ত কুঠুরি তে ভালবাসা সঞ্চয় করেছি জানি। নিকশ কালো দেখবে তুমি। আঁধার কেই আলো মানি আমি। প্রভাতে ফুটবে আলো। সে আলো নিকশ কালো। সে যে আমার আলো। ও সে নিকশ কালো। ——- হাফসা মনি✍️ সাহিত্য কথা