সৈয়দ সাজন আহমেদ রাজু,ধনবাড়ী ( টাঙ্গাইল ) প্রতিনিধি:
টাঙ্গাইল ধনবাড়ীতে ১৭ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো: রাকিব হোসেন ওরফে জবে (৩৪) ও মাদক সেবন কারী মো: আব্দুল লতিফ ভান্ডারী গোপন সংবাদের ভিত্তিত্বে মাদক সেবন ও বিক্রয় করার অপরাধে হাতে নাথে গ্রেফতার করেছে ধনবাড়ী থানা পুলিশ।
থানার অফিসার ইনচাজ এস এম শহিদুল্লাহ নেতীত্বে এস আই শ্রী জীব এ এস আই রেজাউল সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক ব্যবসায়ী ও সেবনকারী কে গ্রেফতার করে।
গ্রেফতার কৃত আসামীরা হলেন ধনবাড়ী পৌর সভার রামকৃষ্ণবাড়ী গ্রামের মৃত আমজাদ ফকিরের ছেলে মাদক ব্যবসায়ী মো: রাকিব হোসেন ওরফে জবে (৩৪) ও মাদক সেবন কারী বীরতারা ইউনিয়ন এর বাশনিয়োগী গ্রামের মৃত জামাল উদ্দিন সরকার এর ছেলে মো: আব্দুল লতিফ ভান্ডারী কে গ্রেফতার করে। ধনবাড়ী থানা পুলিশ তাদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে টাংগাইল জেল হাজতে প্রেরণ করেন।
ধনবাড়ী থানার এফ আই আর মামলা নং ০৯। ৩৬ (১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ২০১৮ আইন মোতাবেক আসামীকে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করেন। ধনবাড়ী থানার অফিসার ইনচাজ এস এম শহিদুল্লাহ আরও জানান, মাদক বিক্রয়ের উদ্দেশ্যে আসামী মো: রাকিব হোসেন এর কাছে ১৭ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। মো: আব্দুল লতিফ ভান্ডারী মাদক সেবন করার অপরাধে তাকে গ্রেফতার করা হয়।
আমরা মাদকের উপর অভিযান চালিয়ে যাবো, এবং ধারা অব্যাহত রেখে সকলের সহযোগিতায় কামনা করেন।
সম্পাদক
: মোঃ সোহেল
নির্বাহী
সম্পাদক : মোঃ নুরুন্নবী
বার্তা
সম্পাদক : মোঃ জহিরুল ইসলাম
ঠিকানাঃ
সেক্টর ১০,উওরা, ঢাকা ১২৩০
Email
: newsbangla029@gmail.com