আল-আমিন সরকার,ধনবাড়ী,টাংগাইল,প্রতিনিধিঃ
টাংগাইলের ধনবাড়ীতে ছাত্রদলের উদ্দ্যোগে স্বৈরাচারী শেখ হাসিনা,স্হানীয় সংসদ সদস্য রাজ্জাক ভোলার ফাসির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিক্ষোভ মিছিলে উপস্তিত ছিলেন, ধনবাড়ী উপজেলা বিএনপির সহ সভাপতি গন মানুষের নেতা পৌরবাসীর আস্হার প্রতিক জনন্দিত জননেতা হাফেজ মোঃ খাইরুল ইসলাম, উপজেলা যুবদলের সিঃযুগ্ন আহবায়ক মোঃ শাহরিয়ার সুমন।উপজেলা ছাত্রদলের নেতা মোঃ সাইফুল ইসলাম সজিব এর সার্বিক তত্বাবধানে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। আরও উপস্তিত ছিলেন মোঃ আরিফ সরোয়ার, ও চালাষ গ্রামের কৃতিসন্তান শ্রাবন, রাব্বি হাসান।
উক্ত মিছিলে উপজেলার বিভিন্ম ইউনিয়ন ও পৌরসভার সকল ওয়ার্ড থেকে নেতৃবৃন্দ দলে দলে এসে মিছিলে অংশ গ্রহন করে। বিশেষ করে উক্ত বিক্ষোভ মিছিলে পৌরসভার চরভাতকুড়া গ্রাম থেকে ছাত্রদলের শত শত নেতাকর্মী মিছিলে অংশ নেয়। উক্ত মিছিলে অংশগ্রহন করে , মোঃ রায়হান, আরাফাত সরকার বিজয়, হিমেল সরকার , রিমন মিয়া, সাকিব হাসান , নাইম সরকার, শিহাব , আরিয়ান সরকার আবির, সিয়াম প্রমুখ। উক্ত মিছিলটি বাজারের বিভিন্ম সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
সম্পাদক
: মোঃ সোহেল
নির্বাহী
সম্পাদক : মোঃ নুরুন্নবী
বার্তা
সম্পাদক : মোঃ জহিরুল ইসলাম
ঠিকানাঃ
সেক্টর ১০,উওরা, ঢাকা ১২৩০
Email
: newsbangla029@gmail.com