মোঃ আল আমিন সরকার (ধনবাড়ী, টাঙ্গাইল প্রতিনিধি)
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়নের পানকাতা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মহর উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন হয়েছে। উক্ত খেলায় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি এম আজিজুর রহমান, সহ-সভাপতি হাফেজ খায়রুল ইসলাম মুন্সি, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মহব্বত, পৌর বিএনপির সভাপতি এস এম সোবহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন।
এসময় আরো উপস্থিত ছিলেন, মোখলেছুর রহমান সরকার, অবসরপ্রাপ্ত সহকারী সেটেলমেন্ট অফিসার নাজিম উদ্দিন মাষ্টার, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বলিভদ্র ইউনিয়ন শাখা, সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর আলম মাষ্টার, ফেরদৌস ফকির রতন, আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল,ধনবাড়ী উপজেলা শাখা, সিঃ যুগ্ন আহবায়ক মোঃ শাহরিয়ার সুমন খেলাটির উদ্বোদক হিসেবে ছিলেন, রাশিদূল ইসলাম প্লাবন,সদস্য সচিব,বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ধনবাড়ী উপজেলা শাখা, খেলাটি সঞ্চালনায় ছিলেন আরিফুল ইসলাম মিলন,সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব মহর উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট।
উক্ত খেলায় অংশগ্রহণ করেন হাজী সালাম ফুটবল একাদশ বনাম গোপালপুর নন্দনপুর স্পোটিং ক্লাব, উক্ত খেলায় হাজী সালাম ফুটবল একাদশ ৩-০ গোলে গোপালপুর, নন্দনপুর স্পোর্টিং ক্লাবকে হারিয়ে জয় লাভ করে।