বাবুল রানা বিশেষ (টাঙ্গাইল প্রতিনিধি)
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলাধীন বলিভদ্র ইউনিয়ন বিএনপির আয়োজনে, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে উক্ত দোয়া মাহফিল ও জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ধনবাড়ী উপজেলা ও বলিভদ্র ইউনিয়নের প্রতিষ্ঠাতা, আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন।
ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, লজেলা বিএনপি সাধারণ সম্পাদক, এডভোকেট ফরহাদ ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য শামসুজ্জামান সুরুজ, টাঙ্গাইল শহর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইজাজুল হক সবুজ।
মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক ভিপি, ধনবাড়ী পৌর বিএনপি সভাপতি এস এম এ সোবহান, ধনবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বপন সহ, ধনবাড়ী ও মধুপুর উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের সকলের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।
সম্পাদক
: মোঃ সোহেল
নির্বাহী
সম্পাদক : মোঃ নুরুন্নবী
বার্তা
সম্পাদক : মোঃ জহিরুল ইসলাম
ঠিকানাঃ
সেক্টর ১০,উওরা, ঢাকা ১২৩০
Email
: newsbangla029@gmail.com