আঃ রহিম (রংপুর প্রতিনিধি)
তারাগঞ্জ উপজেলার, ইকরচালী ইউনিয়নের, ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দোহাজারী বিড়াবাড়ি ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীর কল্যাণ তহবিল গঠিত হয়। গতকাল সকাল ১১ ঘটিকায় সকল শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে নিয়ে, শুভ উদ্বোধন করেন অত্র মাদরাসার (ভারপ্রাপ্ত সুপার) ও শিক্ষক- শিক্ষার্থীর কল্যাণ তহবিল এর প্রধান উপদেষ্টা মোঃ আবুল কালাম আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ আনিছুল হক (সিনিয়র সহকারী শিক্ষক), মোতাহারা বেগম (সিনিয়র শিক্ষক), শ্যামল কুমার রায় (সিনিয়র শিক্ষক), বদরুল ইসলাম (সহকারী মৌলভী) মাহমুদা সুলতানা (সহকারী শিক্ষক), ফেরদৌসী বেগম (সহকারী শিক্ষক), মোকছেদ আলী (সহকারী শিক্ষক), মোঃ আতিকুল ইসলাম (সহকারী মৌলভী), মাহবুব হাসান (সহকারী মৌলভী), রফিকুল ইসলাম (সহকারী জুনিয়র মৌলভী), ফারুকুজ্জামান (সহকারী জুনিয়র শিক্ষক)।
এ সময় আরো উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষার্থীর কল্যাণ তহবিলের সভাপতি মোঃ সাব্বির ইসলাম (দশম শ্রেণি), ও সাধারণ সম্পাদক মোছাঃ ফারজানা খাতুন (অষ্টম শ্রেণি), সহ কমিটি ও সকল শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ। (ভারপ্রাপ্ত সুপার ও প্রধান উপদেষ্টা ) মোঃ আবুল কালাম আজাদ বলেন, সকল শিক্ষক ও ছাত্র / ছাত্রীদের কল্যাণ তহবিলে অর্থ জমা করতে হবে, কল্যাণ তহবিলের জমানো অর্থ মাদরাসার অসহায়, গরিব ও মেধাবী ছাত্র / ছাত্রীদের লেখাপড়ার কাজে ও মাদরাসার বিভিন্ন উন্নয়ন মুলক কাজে ব্যবহার করা হবে। (সহকারী মৌলভী) মোঃ আতিকুল ইসলাম সাংবাদিককে বলেন, আমরা মাদরাসাটিকে একটি আধুনিক মডেল মাদরাসায় রূপান্তর করতে চাই, এ জন্য আমরা বিভিন্ন উদ্যেগ গ্রহণ করতেছি, এটি তার একটি নমুনা মাত্র, আমরা সবার সাহায্য ও সহযোগীতা কামনা করছি।